দেরাদুন, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টির জেরে উত্তরকাশীতে বিপর্যয়। রাস্তায় ধস নামায় অবরুদ্ধ জাতীয় সড়ক। থমকে যায় যান চলাচলও। উত্তরকাশীর ভয়াবহ ভূমিধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার জানা গেছে, প্রবল বৃষ্টির পর উত্তর কাশীতে ভূমিধস হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বন্ধ করে দেওয়া হয় গঙ্গোত্রী-যমুনেত্রী জাতীয় সড়ক। ভূমিধসের ফলে পাহাড় থেকে একের পর এক বোল্ডার ভেঙে পড়তে থাকে। ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ শুরু হলে আবার শুরু হয় ভূমিধস। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সাম্প্রতিককালে এমন ভূমিধস আগে দেখা যায়নি।
2024-09-06