নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে অমরপুরের কামারিয়াখোলা দেববাড়ি গ্রাম পঞ্চায়েতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে।
প্রয়াত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারিয়াখলা দেববাড়ি গ্ৰাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৩০০ পরিবারের মধ্যে কিছু প্রয়োজনীয় সামগ্ৰী তুলে দিলেন কর্পোরেটর অভিষেক দত্ত।
প্রয়াত বিধায়কের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য ,জীবতকালে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ধর্মের পরিচয় দিয়ে গেছেন। তাকে স্মরণ করেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।