আমেরিকার প্রখ্যাত মহিলা ফুটবলার অ্যালেক্স মরগান জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর (হি.স.): অ্যালেক্স মরগান, দুইবারের বিশ্বকাপজয়ী এবং আমেরিকার মহিলা জাতীয় দলের অন্যতম সেরা গোলদাতা, বৃহস্পতিবার রাতে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন।

মরগান, বৃহস্পতিবার জানিয়েছেন যে তিনি গর্ভবতী। আগামী রবিবার তাঁর চূড়ান্ত পেশাদার ম্যাচটি খেলবেন মরগান। এনডাব্লিউএসএল- এর সান দিয়েগো ওয়েভ নর্থ ক্যারোলিনা কারেজ ম্যাচটি আয়োজন করবে। জাতীয় দলের হয়ে ২২৪টি খেলায় ১২৩টি গোল করেছেন মরগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *