নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: একটি বেসরকারি কোম্পানিতে নিয়োগের লক্ষ্যে শুক্রবার আগরতলায় শ্রমদপ্তর কার্যালয়ে এক চাকুরীমেলা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার সহযোগিতায় এক চাকুরী মেলার আয়োজন করে।
একটি বেসরকারি কোম্পানিতে ২৫ জন লোক নিয়োগ করা হবে। তাকে কেন্দ্র করেই এই চাকরি মেলা, জানালেন অধিকর্তা অসীম সাহা। উল্লেখ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলিতে যাতে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা যায় সেই লক্ষ্যে এইধরনের চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। তাতে প্রতিবছর বেশ কিছু সংখ্যক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হচ্ছে।