নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি তৃতীয়বারের মতো গণেশ পুজোর আয়োজন করেছে। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার বটতলাস্থিত টিআরটিসি চত্বরে পুজোর আয়োজন শুরু হবে। ৭-৯ সেপ্টেম্বর তিনদিনব্যাপী আয়োজনে থাকবে আগরতলার ৩০০জন আমার সংগঠনের মাতৃশক্তির জন্য ছাতা বিতরণ, আগরতলার প্রবীণ হকারদের সংবর্ধনা জ্ঞাপন, অমরপুর ও অম্পিনগরে আশা, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশা ফেসিলেটর, পশুসখীদের মধ্যে বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
তবে এবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। কারণ সেই অনুষ্ঠানের টাকায় এবার বন্যার্তদের সাহায্য সহযোগিতা করা হবে। ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় আমাদের পুজো আয়োজনের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা। তাছাড়া সেবামূলক কার্যক্রমে ৭ সেপ্টেম্বর সন্ধে সাতটায় উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেবসহ অন্যান্য অতিথিরা।
সকাল ৯টায় পুজোর সময়ে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
বৃহস্পতিবার আগরতলায় মজদুর মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে আমাদের বক্তব্য তুলে ধরি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেল সভাপতি বিপ্লব কর, ইমাম হোসেন, মঞ্জুলা চক্রবর্তী, রতন বিশ্বাস, বাবুল মজুমদার, লিটন রায়, দিলীপ দাস, কান্তি মোদক,রাজু দে, কৃষ্ণপদ ধর।

