নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): সিঙ্গাপুরে খোলা হবে তিরুভাল্লুভার সাংস্কৃতিক কেন্দ্র, এমনটাই ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পিএমও ঘোষণা করেছে, সিঙ্গাপুরে একটি তিরুভাল্লুভার সাংস্কৃতিক কেন্দ্র খোলা হবে। তামিল ভাষা, সভ্যতা এবং সংস্কৃতির প্রচার ও রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুরে একটি তিরুভাল্লুভার সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ।”
2024-09-05