শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সাহায্যে জেলার প্রথম পূর্ণাঙ্গ ‘স্মার্ট ক্লাস’ প্রাথমিক বিদ্যালয়ে

বীরভূম, ৫ সেপ্টেম্বর (হি. স.) : প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় অসাধ্য সাধন করলো। খুদেদের পড়াশোনার অভিনবত্ব আনতে শুরু হল স্মার্ট ক্লাস। স্কুলের সামনে বাস রাস্তা, তাই খুদে দের উপর নজর রাখতে সিসিটিভি সার্ভিলেনস।বৃহস্পতিবার বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সিউড়ি সার্কেলের অধীন কাঁকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয নায়েক।

শহরের প্রাথমিক বিদ্যালয়ে যখন ছাত্র ছাত্রীর সংখ্যা হুঁ হুঁ করে কমছে। তখন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে প্রতিবছর এই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণিতে মোট ৪৮০ জন । কাঁখুডিয়া গ্রামের স্থানীয় বাসিন্দার দেওয়া সামান্য জায়গায় স্কুল টি যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। সেই স্কুলে একে একে তৈরি হয়েছে ১০ টির বেশি ক্লাস রুম। সুদৃশ্য বাগান, দোলনা, খেলার সরঞ্জাম।  কিন্তু স্কুলের ৭ মাস্টার মশাই ও দিদিমনি মিলে স্কুল কে আধুনিক করতে শুরু হয় একের পর এক পরিকল্পনা। প্রথমে ছাত্র ছাত্রী দের বিশুদ্ধ পানীয় জল খাওয়ানোর জন্য বসানো হয় অ্যাকোয়াগার্ড। স্কুলের পরীক্ষার প্রশ্ন পত্র তৈরি ও প্রিন্ট করার জন্য কম্পিউটার প্রিন্টার। স্কুলের দৈনন্দিন ক্লাস নেওয়ার জন্য কেনা হয় মিউজিক সিস্টেম। এমন আরও কত কি।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের সকালে স্কুলে নব তম সংযোজন স্মার্ট ক্লাস। বীরভূম জেলার এক মাত্র স্কুল। যেখানে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণির সব ক্লাসে স্মার্ট ক্লাসের পরিকাঠামো তৈরি করা হল।এই কাজ কে বাস্তবায়িত করতে মাস্টার মশাই দিদিমনিরা নিজেদের উপার্জনের অর্থ থেকে সাহায্য করেন। তাতেই কেনা হয় স্মার্ট টিভি। টিচিং ম্যাটিরিযাল। সিউড়ি – সাঁইথিয়া বাস রাস্তার পাশে এই স্কুলে পরিকাঠামোর তুলনায় ছাত্র ছাত্রী সংখ্যা অনেক বেশি। তাই সুষ্ঠ ক্লাস পরিচালনা, ছবি ছাত্র ছাত্রী দের উপর নজরদারি রাখার জন্য স্কুল চত্বর টি কে সিসিটিভি নজরদারি মধ্যে আনা হোল।

স্কুলের প্রধান শিক্ষক দশরথ মাহারা বলেন, “আমরা আমাদের এই প্রাণের স্কুল টিকে আদর্শ স্কুলে পরিণত করার জন্য সর্বদা সচেষ্ট থাকি। সরকারি সাহায্যের পাশাপাশি দিদিমনি মাস্টার মশাইদের ঐকান্তিক দানে আজ এতটা সম্ভব হোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *