নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হয়েছে শিক্ষক দিবস তথা ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপন করা হয়। এদিন ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আজকের দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে উনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষকরাই নানা ভাবে লাঞ্ছিত, অবহেলিত। এই অবস্থা থেকে উত্তরন হয়ে শিক্ষকরা সমাজকে আরো উন্নয়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।