শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের সঞ্চালক: শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ৬৩তম শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আগরতলার টাউনহলে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এক শুভেচ্ছাবার্তায় বলেন, শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের সঞ্চালক। ছাত্রছাত্রীদের সুশিক্ষাদানের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকারা এক গুরুদায়িত্ব পালন করে থাকেন।

শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন, আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেছেন, সুষ্ঠু সমাজ ও মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা।

টাউনহলে আয়োজিত রাজ্যভিত্তিক ৬৩তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, একজন শিক্ষককে অনেক কঠিন ও গুরুদায়িত্ব পালন করতে হয়। একজন আদর্শ শিক্ষক ছাড়া কোনও ব্যক্তি তার জীবন গঠন করতে পারে না।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সর্বপল্লী ড. রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, তাঁর মতো একজন মহান ব্যক্তির জীবন ও আদর্শকে পাথেয় করে আমাদের শিক্ষক সমাজকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. হরেকৃষ্ণ আচার্যকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকে মহারাণী তুলসীবতী সম্মান এবং শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মণকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান ২০২৪ পুরস্কারে ভূষিত করা হয়।

এছাড়াও রাজ্যের ৩৪ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা ২০২৪ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ তাদের হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রকাশিত ‘শিক্ষা সমাচার’ স্মরণিকার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ও অন্যান্য অতিথিগণ। তাছাড়াও অনুষ্ঠানে বর্ষসেরা মহাবিদ্যালয়ের সম্মাননা দেওয়া হয় আগরতলা মহিলা মহাবিদ্যালয় ও টিটিএএডিসির খুমুলুঙস্থিত পলিটেকনিক মহাবিদ্যালয়কে।

এদিকে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে রাজ্যের ১৪টি বিদ্যালয়কেও শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। মিশন ৫৫৫ রূপায়ণের জন্য জেলাভিত্তিক শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় ৮টি বিদ্যালয়কে। মিশন ৫৫৫ কর্মসূচিতে সবুজ বনায়ন সৃষ্টি করা হয়। পুরস্কৃত বিদ্যালয়গুলির মধ্যে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার শামিলিতা উচ্চবিদ্যালয়, গোমতী জেলার খুপিলং উচ্চবিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরা জেলার হরিসাধন আরপি উচ্চবিদ্যালয়, সিপাহীজলা জেলার রতনপুর উচ্চবিদ্যালয়, উত্তর ত্রিপুরা জেলার বড়ুয়াকান্দি কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ধলাই জেলার উত্তর নালীছড়া উচ্চবিদ্যালয়, খোয়াই জেলার আশারামবাড়ি উচ্চবিদ্যালয় এবং ঊনকোটি জেলার দুধপুর উচ্চবিদ্যালয়।

এদিকে রাজ্যের মহকুমাগুলিতেও দিনটি পালিত হয়। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানের উদ্ভোধন করেন তেলিয়ামুড়া পৌর  পরিষদের চেয়ারম্যান রূপক সরকার।

উত্তর ত্রিপুরা জেলাতেও  যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশে শিক্ষক দিবস পালিত হয়েছে। উত্তর জেলাভিত্তিক শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে  ৬৩তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগর পৌর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জুন নাথ। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রিপন চক্রবর্তী, ওএসডি কৃতি সুন্দর নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

একইভাবে কৈলাসহরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ৬৩তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। অন্যান্য মহকুমার ন্যায় কুমারঘাটেও উৎযাপিত হলো মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস। সরকারীভাবে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত করা হলো মহকুমার অবসরপ্রাপ্ত শিক্ষকদের।

আজ কমলপুর টাউন হলেও কমলপুর বিদ্যালয় পরিদর্শক ও নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শিক্ষক দিবস।এদিন কমলপুর টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *