শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, ডঃ রাধাকৃষ্ণণকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, শিক্ষক দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা, তরুণ মনন গঠনকারী সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। ডক্টর রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ-এর জন্মদিন ৫ সেপ্টেম্বর বিশেষ মর্যাদার সঙ্গে ‘শিক্ষক দিবস’ হিসাবে পালিত হয়। ‘ভারতরত্ন’ উপাধি বিভূষিত প্রখ্যাত শিক্ষাবিদ। মহান দার্শনিক, আদর্শবান বিচারক ছিলেন ডঃ রাধাকৃষ্ণণ। শুধু তাই নয়, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি ছিলেন বাগ্মী, অধ্যাপক, রাজনীতিবিদ এবং অদ্বৈত বেদান্ত বাদ রচয়িতা দার্শনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *