ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফরোয়ার্ডের জয় আবারও রুখে দিল। এবার নাইন বুলেটস। প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্টের ভাগাভাগি করার পর, দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল ব্লাড মাউথ ক্লাবের কাছে। তৃতীয় ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হলো ফরওয়ার্ড ক্লাবের। প্রথমার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে গেলেও ঠিক এক মিনিট বাদে নাইন বুলেটস একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। খেলার অন্তিম পর্যায়ে ৮৯ মিনিটের মাথায় নাইন বুলেটস এর আরও একটি গোল ফরওয়ার্ড ক্লাবের নিশ্চিত জয় আটকে দেয়। শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র অবস্থায় খেলার নিষ্পত্তি হয়। দু দল পয়েন্ট ভাগাভাগি করে নেয় ১-১ করে। খেলার কুড়ি মিনিটের মাথায় প্রথম গোল ভান্নলাল কিমার সৌজন্যে। ৬ মিনিট বাদে থংগাম সিংয়ের গোলে ফরোয়ার্ড ২-০ তে লিড নিলেও পরবর্তী মিনিটেই নাইন বুলেটসের রাজিব সাধণ জমাতিয়ার গোলে খেলায় ব্যবধান কমিয়ে আনে। বুলেটসের পক্ষে শেষ গোলটি করে অঙ্গমান মাইতি। উল্লেখ্য, খেলায় অসদাচরণের দায়ে রেফারী দুদলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অরিন্দম মজুমদার, সুকান্ত দত্ত ও রক্তিম সাহা। দিনের খেলা সন্ধ্যা সোয়া ৬ টায় ব্লাড মাউথ ক্লাব বনাম টাউন ক্লাব।