নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের পরিচালনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ফুলবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক মেগা আইনী পরিষেবা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট সেশন জাজ অংশুমান দেববর্মা।
উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ লিগ্যাল সার্ভিসেস অথরিটির ডিস্ট্রিক্ট সেক্রেটারি রাজর্ষি চক্রবর্তী মহাকুমা শাসক শামজয় জমাতিয়া বিডিও কদমতলা স্বপন দাস বিশ্বজিৎ দাস সিডিপিও কদমতলা অ্যাডিশনাল এসপি জার্সমিয়া ডার্লং, অশোক কুমার এস ডি, এফ, ও বিমল চন্দ্র সেন প্রধান শিক্ষক ফুলবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
বাইশটি দপ্তর স্টল খুলেন প্রত্যেকটি দপ্তর মানুষকে তাৎক্ষণিক পরিষেবা প্রদান করেন যেমন পিআরটিসি, এসসি, ওবিসি, ইনকাম সার্টিফিকেট প্রদান করেন ব্যাপক সংখ্যক মানুষের আধার কার্ড তৈরি করা হয়। স্বাস্থ্য দপ্তর থেকে বিনামূল্য চিকিৎসা করা হয় এবং ঔষধ বিতরণ করা হয়। জেলা বিকলাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে টাই সাইকেল হুইল চেয়ার হেয়ারিংএইড, টিএলএফ কিট ,স্মার্ট কেইন ইত্যাদি পরিষেবা দেওয়া হয়। কৃষি দপ্তর এবং বনদপ্তরের পক্ষ থেকে জনগণের মধ্যে মূল্যবান গাছের চারা বিলি করা হয়। শিবিরে জনগনের অংশ গ্রহন ছিল উল্লেখযোগ্য।