রাজ্যের বন্যা পরিস্থিতি মাথায় রেখে স্বল্প বাজেটের পুজো করবে যুবক সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর: আগরতলা শহর এলাকার যুবক সংঘ এবার স্বল্প বাজেটে মায়ের আরাধনায় ব্রতী হচ্ছে। বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার প্যান্ডেল ও মূর্তি তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এবছর ভয়াবহ বন্যার কবলে পড়ে রাজ্যবাসী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাতেও বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে বিষয়টি মাথায় রেখেই রাজধানীর যুবক সংঘ এবছর তাদের পূজার বাজেট অনেকটাই কমিয়ে এনেছে। এ বছর তাদের পূজার বাজেট মাত্র ৪ লক্ষ টাকা। এই টাকা দিয়েই তারা দৃষ্টিনন্দন প্যান্ডেল ও প্রতিমা তৈরি করার উদ্যোগ  নিচ্ছে।

বৃহস্পতিবার যুবক সংঘ প্রাঙ্গনে খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন স্বল্প বাজেটে পূজা করার মূল লক্ষ্যই হলো যাতে কারোর উপর পূজার চাঁদার কোন ধরনের চাপ না পরে। তারা বন্যা দুর্গত মানুষজনের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে বলেও ক্লাব কর্মকর্তারা এদিন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *