প্যারালিম্পিকে একদিনে জোড়া সোনা, ২৪টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত

প্যারিস, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্যারালিম্পিকে পঞ্চম সোনা ভারতকে এনে দিলেন প্যারা অ্যাথলিটরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত পেল দুটি সোনা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ ৫১ বিভাগে সোনা জিতলেন ধরমবীর। ৩৪.৯২ মিটার দূরে থ্রো করে সোনা জেতেন তিনি। কেবল সোনা জেতা নয়, এদিন এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। উল্লেখ্য, গত দুই প্যারালিম্পিকে কোনেও পদক জিততে পারেননি ধরমবীর। এই একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের প্রণব সুরমা। আর এদিনই তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিলেন হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। তার পর ক্লাব থ্রোয়ে জোড়া পদক। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারত এখনও পর্যন্ত পেল ২৪টি পদক। একটি প্যারালিম্পিক থেকে এত বেশি পদক ভারত আগে কখনও পায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *