বারাসাত, ৫ সেপ্টেম্বর (হি.স.): বারাসাতে নাগরিক সমাজের মিছিল থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে বারাসাত ডাকবাংলা মোড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ওই মহিলাকে লক্ষ্য করে কটূক্তি ও কুৎসিত অঙ্গভঙ্গি করে এক মদ্যপ ব্যক্তি।
অভিযোগ, মিছিল শেষে বাড়ি ফেরার সময় মহিলার ছেলেও তার সাথে ছিল। মদ্যপ যুবকটি মহিলার ছেলের সামনেই তাকে কটূক্তি করতে থাকে। এর প্রতিবাদ জানালে ওই যুবক মহিলার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করে। মাকে বাঁচাতে গেলে ছেলেটিও আক্রান্ত হয় এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এরপর মদ্যপ যুবকটি মহিলাকে ধাক্কা মেরে শ্লীলতাহানির চেষ্টা করে।
মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মদ্যপ যুবককে হাতেনাতে ধরে ফেলে। মহিলার অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থল থেকে ফোন করা হয়, এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত মহিলার ছেলে বর্তমানে বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন। মহিলা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “অভয়ার বিচার চেয়ে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করছি, তখন আমাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।” তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
এই ঘটনার পর নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।