মালদা, ৫ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কান্ডের প্রতিবাদে সিপিএমের ধর্ণা কর্মসূচি থেকে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করা হয়েছে। সিপিএম নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ধর্ষণের ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রী কালো হাত ভেঙে দিতে চেয়েছেন।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় প্রতিবাদ মিছিল ও থানার বিপরীতে ধর্ণা কর্মসূচি চলাকালীন সিপিএম নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের আমলে দুর্নীতি ও সন্ত্রাস বেড়েছে। সিপিএম নেতারা আরও বলেন, থানায় তৃণমূল নেতারা দালাল চক্র তৈরি করেছেন এবং পুলিশ সম্পূর্ণ নির্লজ্জ।
সিপিএম নেতারা তৃণমূলকে সতর্ক করে বলেন যে, যদি তৃণমূল নেতারা বিরোধীদের ‘খুঁটিতে বেঁধে মারার’ হুঁশিয়ারি দেয়, তবে তাদের বিরুদ্ধে জনগণও প্রতিরোধ গড়ে তুলবে। তারা বলেন, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ বা শ্রীলঙ্কা হয়ে যায়, তাহলে তৃণমূল নেতাদের পালাতে হবে।
তৃণমূলের পক্ষ থেকে সিপিএমের অভিযোগের পাল্টা জবাব দেওয়া হয়েছে। তৃণমূল দাবি করেছে, যে সিপিএম এখন ঘোলা জলে মাছ শিকার করছে এবং তারা প্রকৃত বিচার চায়। তৃণমূলের বক্তব্য, বাম আমলের ঘটনার কারণে জনগণ এখন সিপিএমকে জবাব দিচ্ছে।
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক চাপানউতর তুঙ্গে পৌঁছেছে।