সাংলি, ৫ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের আদর্শ মহারাষ্ট্রের ডিএনএ-তে রয়েছে। জোর দিয়ে বললেন কংগ্রেস নেতা তথা লোকসভার দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাংলির এক জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “কংগ্রেসের আদর্শ মহারাষ্ট্রের ডিএনএ-তে রয়েছে। আগে রাজনীতি হতো, কিন্তু এখন ভারতে আদর্শের লড়াই চলছে। আমরা সামাজিক অগ্রগতি চাই, কিন্তু তারা (বিজেপি) চায় যে শুধুমাত্র নির্বাচিত কয়েকজন সকল সুবিধা পান।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “মহারাষ্ট্র একটি প্রগতিশীল রাজ্য। ছত্রপতি শিবাজি মহারাজ, শাহু জি মহারাজ, ফুলে জি সহ অনেকে মহারাষ্ট্র তথা সমগ্র দেশকে জীবন, অগ্রগতি এবং অনুপ্রেরণা দিয়েছেন।” রাহুল আরও বলেছেন, “আমি লোকসভার ফ্লোরে বলেছি, কংগ্রেস জাতিগত জনগণনা করবে। আমাদের জোট তা সম্পন্ন করবে।”
2024-09-05