নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ সেপ্টেম্বর: এক হৃদয়বিদায়ক ঘটনা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি চড়িলাম গ্রামের মানুষ। বাবার কফিনবন্দী মৃতদেহে ছোট্ট শিশু শুভজিৎ-র শেষ প্রণাম। ঘটনাটি ঘটেছিল দুইদিন পূর্বে, নাগাল্যান্ডে ফেরিমা এলাকায় হঠাৎ করে পাহাড় ধ্বসে ঝর্ণার জলে ভাসিয়ে নিয়ে যায় সমীর দত্তের দোকান। দোকান থেকে ৫ কিলোমিটার দূরে ঝর্ণার জলে পরের দিন ভেসে উঠে তার মৃতদেহ।
নাগাল্যান্ডের ডিমাপুর থেকে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বৃহস্পতিবার বিকেলবেলা আসে চড়িলাম মধ্যপাড়া এলাকায় তার বাড়িতে কফিনবন্দি অবস্থায় আসে তার মৃতদেহ। মৃতদেহের উপর কান্নায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী শিখা দত্ত, ছোট্ট ছেলে শুভজিৎ দত্ত এবং মেয়ে পুনম দত্ত। ছোটবেলা থেকেই সমীর কাজের সন্ধানে চলে গিয়েছিল বড় দুই ভাইয়ের হাত ধরে নাগাল্যান্ডে। সেখানে ব্যবসা-বাণিজ্য করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে দোকান দিয়েছিল। সেই দোকান দুইদিন পূর্বে পাহাড় ধ্বসে মৃত্যু হয় সমীর দত্তের। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।