বিজেপির সদস্যতা অভিযান চলছে জোরকদমে, আডবাণীর হাতে তুলে দেওয়া হল শংসাপত্র

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে জোরকদমে চলছে বিজেপির জাতীয় সদস্যতা অভিযান। এই অভিযানের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর হাতে তুলে দেওয়া হল বিজেপির সদস্যপদ শংসাপত্র। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এদিন দলের সদস্যপদ অভিযানের অংশ হিসাবে, আডবাণীর সদস্যপদ পুনর্নবীকরণ করতে তাঁর বাসভবনে যান।সদস্যপদ পুনর্নবীকরণ হওয়ার পর আডবাণীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম দলের সদস্যপদ অভিযানের অংশ হিসেবে দিল্লিতে দলের প্রবীণ নেতা এল কে আডবাণীর হাতে বিজেপির সদস্যপদ শংসাপত্র হস্তান্তর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *