নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): প্যারালিম্পিকে পারদর্শীতার জন্য ভারতীয় প্রতিযোগী ধরমবীরকে অভিনন্দন জানালেনভা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “ব্যতিক্রমী ধরমবীর ইতিহাস সৃষ্টি করেছেন কারণ তিনি প্যারালিম্পিক ২০২৪-এ পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ইভেন্টে ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জিতেছেন! এই অবিশ্বাস্য কৃতিত্ব তাঁর অপ্রতিরোধ্য চেতনার কারণে। এই কৃতিত্বে ভারত উচ্ছ্বসিত।”
প্রসঙ্গত, এফ৫১ ক্লাব থ্রো ইভেন্ট সেই প্রতিযোগীদের জন্য যাঁদের শরীরের নীচের অংশ, হাত বা পায়ের নড়াচড়া সীমিত। সব প্রতিযোগীই বসে ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্লাব ছোড়ার জন্য তাঁদের কাঁধ এবং বাহুর শক্তির উপর নির্ভর করেন।