কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় । সিকিম এবং তৎসংলগ্ন হিমালয় সন্নিহিত অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। সুতরাং বাজ পড়ার সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, এ রাজ্যের ১০ টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের – পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া। উত্তরবঙ্গের জেলাগুলি হল – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর।
2024-09-05