গুয়াহাটি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতাকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।তাঁর সামাজিক মাধ্যমে ভবেশ কলিতার সঙ্গে একটি ছবি সহ পোস্ট করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেছেন, ‘প্রদেশ বিজেপি সভাপতি এবং বিধায়ক ভবেশ কলিতাকে তাঁর জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
মুখ্যমন্ত্ৰী আরও বলেছেন, ‘অসম প্ৰদেশ বিজেপিকে অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব প্রদান করছেন তিনি। আমাদের সংগঠনকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করছেন ভবেশ। তিনি রঙিয়ায় আমাদের জনহিতৈষী নীতি বাস্তবায়ন করছেন। আমি মা কামাখ্যা এবং শ্রীমন্ত শংকরদেবের কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।’