ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগামী ৬ সেপ্টেম্বর খো-খো অনূর্ধ্ব ১৭ ছেলেমেয়েদের পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা বাধারঘাট দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। একই দিনে অ্যাথলেটিকস অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ ছেলে মেয়েদের পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা রানীর বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই দুটো ইভেন্টের প্রতিযোগিতায় পশ্চিম জেলার তিনটি মহকুমার দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার শেষে কুল লেভেল পশ্চিম জেলা দল গঠন করা হবে। যা আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর ঊনকোটি জেলায় অনুষ্ঠিতব্য এবং উত্তর জেলার পানি সাগরে অ্যাথলেটিক্স রাজ্য ভিত্তিক আসরে অংশগ্রহণ করবে। এদিকে পশ্চিম জেলা ক্রীড়া দপ্তর ও স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে জিমনাস্টিক্স অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ রাজ্য আসর ৯ ও ১০ সেপ্টেম্বর আগরতলার এনএসআরসিসি-তে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ মঙ্গলবার এনএসআরসিসি-তে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পদ্মশ্রী ডঃ দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মদন বনিক এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
2024-09-04