বাড়িতে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইবাজরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: বাড়িতে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইবাজরা। ঘটনাটি ঘটেছে সিধাই মোহনপুর থানাধীন সিমনার মতাইপাড়া এলাকায়। তাতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

বাড়িতে ঢুকে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনিয়ে নিয়েছে একটি সোনার চেইন।তাতে মহিলা আহত হয়েছেন। আহত মহিলার নাম মালবিকা ত্রিপুরা। ঘটনা সিধাই মোহনপুর থানাধীন  সিমনার মতাইপাড়া এলাকায়। বর্তমানে ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন।