ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ সেপ্টেম্বর: কদমতলা ব্লকের অন্তর্গত ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার এক মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের প্রশাসনিক শিবির থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আনন্দ ব্যক্ত করেন গ্রামবাসী।

ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের অন্তর্গত ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার আয়োজিত প্রশাসনিক শিবিরে  লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক রাজর্ষি চক্রবর্তী, ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ অংশুমান দেববর্মা, ধর্মনগর মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং এবং ফুলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকশিক্ষিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এই শিবিরে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করে জনগণকে  গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করেন।  এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পিআরটিসি, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের পরিষেবা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন। তাছাড়া বিশেষ সক্ষমতা পূর্ণ ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান করা হয়। শিবিরের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য করে জনগণের দুয়াড়ে পৌঁছে দেওয়া। প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের  মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।