BRAKING NEWS

পন্ডিচেরিতে ক্রিকেট : তৃতীয় ম্যাচে মহারাষ্ট্রের কাছেও পরাজিত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচেও হারলো ত্রিপুরা। প্রতিপক্ষ মহারাষ্ট্র প্রত্যাশিতভাবেই ২২৪ রানের বড় ব্যবধানে ত্রিপুরা কে পরাজিত করেছে। পন্ডিচেরিতে আয়োজিত ৯০ ওভারের দুই দিনের ম্যাচে ত্রিপুরা পরপর তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র ২২৪ রানের বড় ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে তারা চূড়ান্ত পর্যায়ে তথা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে মহারাষ্ট্র প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দিনভর খেলে ৮৩.৩ ওভারে ৩৩৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক হার্শাল কাটের ১০৯ রান, দ্বিগবিজয় যাদবের ৫৮ রান, প্যাটেল মেহুলের ৪২ রান এবং সিদ্ধার্থ মাহাত্রের ৩৪ রান উল্লেখযোগ্য ছিল। আনন্দ থেঙ্গে করেছে ত্রিশ রান। রাজ্য দলের বোলার দুর্লভ রায় ৫৬ রানে তিনটি এবং ইন্দ্রজিৎ দেবনাথ, দেবরাজ দে ও সরাব সাহানী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছিল। আনন্দ ভৌমিক এর দখলে ছিল একটি উইকেট। আজ বুধবার ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনে ত্রিপুরার ব্যাটার্সরা ৩৬.৫ খেলে ১১৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বড় স্কোর বলতে আনন্দ ভৌমিকের ৩০ রান উল্লেখ করার মতো। অরিন্দম বর্মন পেয়েছেন ১৭ রান। মহারাষ্ট্রের বোলার প্রশান্ত সোলাঙ্কি একাই পাঁচটি উইকেট তুলে নেয় ১৯ রানের বিনিময়ে। এছাড়া, সানি পন্ডিত ৩২ রানে তিনটি এবং আনন্দ ঠ্যাঙ্গে ও নাদিম শেখ একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *