নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৪ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু। হয়েছে। মৃত ছেলের নাম আনন্দ জমাতিয়া(২১)। বুধবার এই ঘটনাটি সংঘটিত হয়েছে বিশ্রামগঞ্জ এলাকায়।
জানা গেছে, বুধবার নিজ বাইক নিয়ে উদয়পুর নেতাজি কলেজের উদ্দেশ্যে বের হয় আনন্দ জমাতিয়া। কলেজ থেকে ফেরার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এই ছাত্র। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে বিশ্রামগঞ্জ হাসপাতালে।
কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে কলেজ ছাত্র আনন্দ জমাতিয়া। আর একমাত্র পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়েন সন্তান হারা মা।

