নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: ৫ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। রাজ্য দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হবে । শিক্ষক দিবসের আগের দিন বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পাঠদান করেন।
পাঁচ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম দিবসটি গোটা দেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হবে। দিবসটির গুরুত্ব সম্পর্কে কচিকাঁচাদের অবগত করার লক্ষ্যেই বিভিন্ন স্কুলে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পাঠদান করে শিক্ষক দিবসের মাহাত্ম্য সম্পর্কে তাদেরকে অবগত করে চলেছেন।
রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্কুলে এই চিত্র পরিলক্ষিত হয়। এই চিত্র সত্যিই শিক্ষক দিবসের মর্যাদাকে আরো মহিমান্বিত করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর রাজ্য ভিত্তিক শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান হবে আগরতলা টাউনহলে। শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।

