ত্রিপুরার রাজ্যসভার উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরার রাজ্যসভা উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে । চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে, ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যসভায় বিজেপির মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য্য জয়ী হবেন। বিজেপি, তিপরা মথা ও আইপিএফটি মিলে মোট ৪৭ টি ভোটে জয়ী হবেন তিনি।

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য্য বলেন, ২০১৮ সাল ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল। জনগণের আশীর্বাদে ২০২৩ সালে পুনরায় ক্ষমতায় এসেছে। বিজেপি সরকারের উপর জনগনের সম্পন্ন আস্থা রয়েছে।

তাঁর কথায়, বিজেপি ক্ষমতা জন্য রাজনীতি করে না। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে। দীর্ঘ বছর যাবৎ উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে ভেবেছেন।

তিনি আরও বলেন, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। নির্বাচনে জয়ী হয়ে রাজ্যসভায় ত্রিপুরার উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *