জাতীয় দলকে বিদায় জানালেন সুয়ারেজ

উরুগুয়ে, ৩ সেপ্টেম্বর (হি.স.): উরুগুয়ের ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ। দেশটির জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনিই। সেই লুইস সুয়ারেজকে আর জাতীয় দলে দেখা যাবে না। তিনি জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেবেন সুয়ারেজ। উরুগুয়ে জাতীয় দলের হয়ে ১৭ বছরের কেরিয়ারে ১৪২ ম্যাচ খেলে ৬৯ গোল করে উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিয়েই অবসরে যাচ্ছেন ইন্টার মায়ামিতে খেলা এই কিংবদন্তি।