ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লিগ ফুটবলের প্রতিদিনের খেলার সময়সূচী একটু পরিবর্তিত করতে হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল আসরে প্রতিদিন যে ক্ষেত্রে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বেলা তিনটার ম্যাচ আধঘন্টা পিছিয়ে সাড়ে তিনটা থেকে শুরু হবে। পাশাপাশি ফ্লাড লাইটে সন্ধ্যা ছ-টার ম্যাচ ১৫ মিনিট পিছিয়ে ছ-টা পনেরো মিনিট থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। লীগ কমিটির সচিব তপন সাহা এক জরুরী বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2024-09-03

