নিউ ইয়র্ক, ৩ সেপ্টেম্বর (হি.স.): ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহান বোপান্না। মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে খেলে হারিয়ে দিলেন ম্যাথু এবডেন এবং বারবোরা ক্রেজিকোভাকে। ৭-৬ (৭-৪), ২-৬, ১০-৭ গেমে বোপান্নারা ম্যাচ জিততে সময় নেন ১ ঘণ্টা ৩৩ মিনিট।
সেমিফাইনালে বোপান্নারা মঙ্গলবার রাতে খেলবে ডোনাল্ড ইয়ং এবং টেলর টাউনসেন্ডের জুটির বিরুদ্ধে। ২০১৭ সালের মিক্সড ডাবলসে ফরাসি ওপেন জিতেছিলেন বোপান্না। এবার আরও একটি গ্র্যান্ড স্ল্যামের হাতছানি তাঁর কাছে।

