কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.): হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা – “দাবি এক, দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ “। নিজের আসনে বসে এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। ধর্ষণ ও নির্যাতন সংক্রান্ত অপরাধের জন্য নতুন আইন প্রণয়নের আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন সেই ছবি ধরা পড়েছে বারেবারে। একাধিকবার সভায় বিরোধিতা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভায় ১২.৫৩ মিনিটে সভা কক্ষে ঢোকেন। তখন সভায় বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ে প্রথমবার ওই দাবিতে সরব হয় বিজেপি। দ্বিতীয়বার ঘড়িতে সময় ১.১৬ মিনিট মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময়ে। বিরোধী দলনেতার প্রশ্ন, কেন বেশি সময় চিকিৎসকদের ডিউটি করতে হবে ? বিধানসভার ঘড়িতে সময় ১.৪২ মিনিট। তৃতীয় বার বিরোধী দলের আনা সংশোধনী খারিজ করা হলে ফের বিরোধিতা ও সোচ্চার বিজেপি। এবং চতুর্থবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সামান্য আগেও ঘড়িতে তখন ২. ১৮মিনিট একই ঘটনার পুনরাবৃত্তি হয় আজকের সভাতে। মঙ্গলবারের এমন বহু ঘটনার সাক্ষী থাকলো বিধানসভার বিশেষ অধিবেশন।
2024-09-03

