নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর:
ফিজিও থেরাপিস্টদের দ্রুত নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম এর পক্ষ থেকে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজ্যের প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবীতে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। অল ত্রিপুরা আন এমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম এর পক্ষ থেকে মঙ্গলবার এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়নি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় যেসব রোগী স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে চান তারা সেই সুযোগ গ্রহণ করতে পারছেন না। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন।

