আগামীকাল কেন্দ্র ও ত্রিপুরা সরকারের সাথে এনএলএফটি এবং এটিটিএফের সাথে স্বাক্ষর হবে শান্তি চুক্তি

আগরতলা, ৩ সেপ্টেম্বর : উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় শান্তি স্থাপনে রাজ্যবাসী এক ঐতিহাসিক সন্ধিক্ষনে দাঁড়িয়ে রয়েছেন। আগামীকাল বুধবার কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফের সাথে শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে। সেই লক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা আজ দিল্লি ছুটে গেছেন।

আগামীকাল বুধবার নয়দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রি অমিত শাহের উপস্থিতিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা(এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স(এটিটিএফ)-র প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা এবং ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উগ্রবাদ, সহিংসতা ও সংঘাতমুক্ত উন্নত উত্তর-পূর্বের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার উত্তর-পূর্বে শান্তি ও সমৃদ্ধি আনতে ১২টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। যার মধ্যে ৩টি ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্কিত। মোদি সরকারের এমন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কারণে প্রায় ১০ হাজার মানুষ অস্ত্র ছেড়ে মূলধারায় যোগ দিয়েছে।