আগরতলা, ২ সেপ্টেম্বর: রানিবাজার, গন্ডাছড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। পাশাপাশি, প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন। তাই তাদের নিরাপত্তা দাবি সহ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা জনঅধিকার সংগ্রাম পরিষদ।
সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত ১২ আগস্ট রানীরবাজার কৈতরাবাড়ি এলাকায় কালী মূর্তি ভাঙা এবং তার পরবর্তী হিংসার ঘটনার আক্রমণের শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রাদয়। দুষ্কৃতীদের হামলায় প্রায় ১৭ টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের আক্রমণ শিশু এবং বৃদ্ধা ও রেহাই পায়নি। পাশাপাশি, কিছু দিন আগে গন্ডাছরায় পরিস্থিতিও উত্তপ্ত হয়েছিল।
তাঁর অভিযোগ, রাজ্যের ধর্মীয় বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন। তাই তাদের নিরাপত্তা দাবি সহ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা জনঅধিকার সংগ্রাম পরিষদ।

