হাইলাকান্দি (অসম) ২ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার জন্য শিলচর মেডিকেল কলেজে আগামী ১০ সেপ্টেম্বর হৃৎপিণ্ডে বিসংগতি সংক্রান্ত এবং রক্তে মারাত্মক অসুখ সংক্রান্ত ( বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন) এক স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হবে। হৃদপিন্ডে বিসঙ্গতি সংক্রান্ত ১৮ বছর পর্যন্ত রোগী এবং রক্তে মারাত্মক অসুখ সংক্রান্ত ১৪ বছর পর্যন্ত রোগীরা এই সুযোগ নিতে পারবেন। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারিত এক আবেদনে জেলার রোগীরা এই সুযোগ নিতে চাইলে জাতীয় স্বাস্থ্য মিশনের হাইলাকান্দি শাখার সংযোজকের ফোন নম্বর ৯৮৬৪১২৩৭৪৪-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
2024-09-02