প্যারিস, ২ সেপ্টেম্বর (হি.স.): সোমবার স্ট্যাডে ডি ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস প্যারালিম্পিকের প্যারা-অ্যাথলেটিক্স পুরুষদের ডিস্কাস এফ ৫৬ ফাইনালে যোগেশ কাঠুনিয়া রৌপ্য পদক জিতেছেন।
২৭ বছর বয়সী যোগেশ এই ইভেন্টে ৪২.২২ সেরা থ্রো করেছিলেন, যা ছিল তার মরসুমের সেরা। ব্রাজিলের ক্লাউডিনি বাতিস্তা ডস সান্তোস ৪৬.৮৬ মিটার প্যারালিম্পিক রেকর্ডের সাথে সোনা জিতেছেন। আর গ্রিসের কনস্টান্টিনোস জুনিস ৪১.৩২ এর সেরা থ্রোতে ব্রোঞ্জ জিতেছেন এবং স্লোভাকিয়ার দুসান ল্যাজকো ৪১.২০ মিটার থ্রোতে চতুর্থ স্থানে আছেন। যোগ্যতা অর্জন করেও ফাইনালে অংশ নেননি সার্বিয়ার নেবোজসা ডুরিক।