পুজোর সময় অ-স্বীকৃত ভেন্ডারদেরস্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না, পুরনিগমের এই সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য মেয়রকে বিধায়ক সুদীপ রায় বর্মণের

আগরতলা, ২ সেপ্টেম্বর : অ-স্বীকৃত ভেন্ডারদের কোনও অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। পুরনিগমের এই সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য মেয়র দীপক মজুমদারকে চিঠি দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন শ্রী বর্মণ চিঠিতে লিখেন,
গত কয়েকদিন আগে রাজ্যজুড়ে এক ভয়াবহ দুর্যোগ পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যথিত হয়েছেন। আর্থিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার-লাখো মানুষ এখনও দুর্ভোগের শিকার। রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয়। শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যেই দুর্যোগের শিকার হয়েছেন। সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলন আমাকে ভীষণ ব্যথিত করেছে। মূলত সেই কারণেই এই চিঠির অবতারণা।

এদিন তিনি আরও লিখেন, সাংবাদিক সম্মেলনে বসে, গত কয়েকদিন আগে আপনি স্পষ্ট বলেছেন যে, অ-স্বীকৃত ভেন্ডারদের কোনও অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। পুরনিগম এলাকায় কোনও স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথচলতি মানুষ, যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কোনও প্রকার অনুমতি প্রদান করা হবে না বলেও আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন।

তিনি আরও লিখেন, শহর এবং রাজ্যজুড়ে বন্যাকে কেন্দ্র করে খেটেখাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে, সেই সময় আপনার স্টল খোলার অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি। পুজোর সময় শত-শত পরিবার শুধুমাত্র খুচরো জিনিস বিক্রির উপর নির্ভরশীল। অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহরজুড়ে বিভিন্ন এলাকাতেই তখন পরিলক্ষিত হয়। এ বছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *