তুমাকুরু, ২ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার সকালে কর্ণাটকের আতশবাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে, কর্ণাটকের তুমাকুরুতে আগুন লাগে একটি আতশবাজির গুদামে। আগুনের ভয়াবহতা ছিল তীব্র।
জানা যাচ্ছে, দাহ্য পদার্থ থাকায় আগুন চোখের নিমেষে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা গ্রাস করে আশেপাশের দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কীভাবে আগুন লাগল তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।