হায়দরাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.): নাগাড়ে বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে পুরোদমে। জানা গেছে, বৃষ্টির জেরে প্রায় শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
তেলাঙ্গানা এবং অন্ধ্রের একাধিক এলাকায় টানা বর্ষণের জেরে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে। জানা যাচ্ছে, বৃষ্টির জেরে প্রায় ২০ জনের মৃত্যুর খবর মিলছে। দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে পুরোদমে। সোমবার সকালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।