শিমলা, ২ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শিমলায়। এই আবহে শিমলা জুড়ে জারি হয়েছে হলুদ সতর্কতা।উল্লেখ্য, হিমাচল প্রদেশে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। হিমাচল প্রদেশের নাহানে রেকর্ড বৃষ্টি হয়েছে রবিবার। নাগাড়ে বৃষ্টিতে অনেক জায়গায় আটকে পড়েছেন পর্যটকেরা। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে পর্যটক এবং স্থানীয়দের। জানা যাচ্ছে, আগামী বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা শিমলায়।
2024-09-02

