মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক পোস্টকে ঘিরে জোর বিতর্ক, নিন্দা কংগ্রেস ও সিপিআইএম অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি

আগরতলা, ২ সেপ্টেম্বর : মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী মন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যকে ঘিরে তীব্র নিন্দা করেছে। পাশাপাশি, মন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ববৃদ্ধ। সাথে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস লিখেন, আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোন নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম ও কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই ধর্মনিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু এটা তোমার লজ্জা, তোমার চুড়ান্ত ব্যর্থতা।

তিনি আরও লিখেছেন, মাথায় রাখবেন নিজের ধর্মের চরম অপমান দেখেও, নিজের আরাধ্য দেবতার মূর্তি ও মন্দির ভাঙচুর হচ্ছে দেখেও আপনার শরীরের রক্ত যদি গরম না হয়, আপনার কন্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত নয় জল বইছে। রাজনীতির বাইরে গিয়ে ভাবুন।

সামাজিক মাধ্যমে মন্ত্রীর মন্তব্যে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী মন্ত্রীর সামাজিক মন্তব্যের তীব্র নিন্দা করছে। বিবৃতিতে সি পি আই (এম) বলেন, এই বিবৃতি ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানীমূলক। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে।

আরও বলেন, একজন মন্ত্রীর এ ধরনের উস্কানীমূলক বিবৃতি ও অবস্থানের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার এবং পুলিশ প্রশাসনের দিক থেকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি, এই মন তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ ত্রিপুরা কংগ্রেস। মন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের কড়া ভাষায় প্রতিবাদ করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, একজন মন্ত্রী হয়ে কি করে এরকম সাম্প্রদায়িক বক্তব্য রাখলেন। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হবে না হলে এই ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *