নিশাদ কুমারকে অভিনন্দন অমিত শাহর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিকে সফল ভারতীয় প্রতিযোগী নিশাদ কুমারকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার নিশাদকে উদ্দেশ করে অমিতবাবু এক্স হ্যান্ডলে লেখেন, “একটি উজ্জ্বল ক্রীড়ামান। প্যারিস প্যারালিম্পিকে ২০২৪-এ পুরুষদের হাই জাম্প বিভাগে রৌপ্য পদক জেতার জন্য নিশাদ কুমারকে অভিনন্দন। পরপর দুটি প্যারালিম্পিকে রৌপ্য জয় করে আপনি উদীয়মান ক্রীড়াবিদদের মধ্যে জয়ের চেতনা জ্বালিয়েছেন। আপনার আরও শক্তি বাড়ুক।”

প্রসঙ্গত, টোকিওর পর প্যারিস। প্যারালিম্পিক হাই জাম্পে রুপো ধরে রাখলেন ভারতের নিশাদ কুমার। রবিবার রাতে ২.০৪ মিটার লাফিয়ে টি৪৭ বিভাগে দ্বিতীয় হয়েছেন তিনি।