মুনাগুড়ি, ২ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহর এলাকার টোটো চিহ্নিতকরণ হয়ে যাবে বলে জানালেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। তিনি জানিয়েছেন, ময়নাগুড়ি পুরসভার তরফে শহর এলাকার টোটো চালকদের ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এই ফর্ম পূরণ করে টোটো চালকেরা পুরসভা অফিসে জমাও দিচ্ছেন। এই ফর্ম হিসেবে প্রত্যেক টোটো চালককে অঞ্চল ভিত্তিক স্টিকার দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। ময়নাগুড়ি পুরসভা চাইছে, শহর এলাকা ও গ্রামীণ এলাকার টোটো চিহ্নিতকরণ করতে। ময়নাগুড়ি শহর এলাকায় কত টোটো রয়েছে তার সঠিক হিসাব পুরসভার কাছে নেই। এদিকে শহর এলাকায় বিভিন্ন এলাকার টোটো চলে আসছে। নিত্য যানজট লেগেই রয়েছে। সেই সমস্যা দূর করতেই উদ্যোগী পুরসভা।
2024-09-02