শনিবার অবসরের দিন রাজ্যের মুখ্যসচিবের, পুনর্নিয়োগ নিয়ে অনিশ্চয়তা

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার শনিবার অবসর নেওয়ার কথা। কিন্তু তাঁর এই পদের মেয়াদ আরও তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সংক্রান্ত অনুমোদন এসে পৌঁছয়নি। শেষ মুহুর্তেও যদি অনুমোদন না আসে, সেক্ষেত্রে প্রবীণ কোনও আইএএস আধিকারিককে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করবে রাজ্য সরকার।

প্রশাসন সূত্রে খবর, এই পদের দায়িত্বে বিবেক কুমারের আসার সম্ভাবনা প্রবল। তিনি এখন, ভূমি ও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন।‌