গণ প্রতিবাদের ঢেউ তুলতে সিজিও কমপ্লেক্সে অভিযান

 কলকাতা, ৩১ আগস্ট (হি. স. ) : অভয়ার সমস্ত ধর্ষক – হত্যাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের শাস্তির দাবিতে ফের পথে চিকিৎসক সমাজ। প্রতিবাদের ধরণ ও ভাবনা এবং ভাষা নিত্য নতুন। বিষয় – এক, অবিলম্বে চাই সুবিচার। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এই সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রকৃত তথ্য উঠে আসুক। রাজ্যবাসী জানুক এই গভীর ষড়যন্ত্রের আসল ঘটনা। এই দাবিতেই রাজপথে শনিবার ও পায়ে পায়ে চিকিৎসকেরা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে পদব্রজে তাদের সকলে সিজিও কমপ্লেক্সে অভিযানে নামছেন। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স সংক্ষেপে সি বি আই এর তরফে কেন এই দীর্ঘসূত্রিতা! বক্তব্য মোটামুটি পরিস্কার। গড়িমসি করা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে এর ফলে জনমানসে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মূলতঃ চাপ সৃষ্টি করতে এই অভিযান। অবিলম্বে প্রকাশ্যে আসুক সঠিক তথ্য ও ঘটনা।