BRAKING NEWS

আগামীকাল থেকে শুরু রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বর্ষ

আগরতলা, ৩১ আগস্ট: আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বর্ষ।১৯৫০সালে রাজ্য র দ্বিতীয় এই মহাবিদ্যালয়ের স্থাপনা করা হয়।

 চারজন ছাএ এবং দুই জন শিক্ষক দের নিয়ে মহাবিদ্যালয়ের সুচনা করা হয়েছিল।যাআজ ৭৫বছরে  মহিরুপে মাথা উঁচু করে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি পালনের যে কমসুচি হাতে নিয়ৈছে মহাবিদ্যালয় কতপখ।১লা সেপ্টেম্বর বনাট্য র্্যলি অনুষ্ঠিত হবে।যা হবে জমকালো। 

তারপর হবে মেগা রক্ত দান শিবির।যা হবে রেকর্ড স্পর্শ করবে। প্লাটিনাম জুবিলি উপলক্ষে মহাবিদ্যালয় চত্বরে ৭৫টি। বৃক্ষ রোপন করা হবে। তাছাড়া কয়েক জন রক্ত দাতাকেও প্রাক্তন শিক্ষক দের সম্বোধনা জ্ঞাপন করা হবে। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী রা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সাম্প্রতিক বন্যার খতির কারনে অনুষ্ঠানে কিছু কাটসাট করা হয়েছে। এদিকে কংগ্রেস দল অভিযোগ জানিয়ে ছে মহাবিদ্যালয় প্যালটিনাম বর্ষ পালনে বিধায়ক বীরজিত সিনহা কে কে ব্রাত্য করে রাখা হয়েছে। তিনি এইমহাবিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *