আগরতলা, ৩১ আগস্ট: রানীরবাজারের দূর্গানগরে সংঘটিত উভয় ঘটনার তদন্তক্রমে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে দাবি জানিয়েছে জমিয়েত ওলেমায় হিন্দ। জমিয়েত উলামায়ে হিন্দের এক প্রতিনিধি দল শনিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের কার্যালয়ে যান।
তারা রানির বাজারে সংগঠিত হিংসাত্মক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রানীরবাজারের অন্তর্গত দূর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে ৮টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর, ১৩টি গাড়িতে অগ্নি সংযোগ, বাড়ির বাউন্ডারী ভাঙচুর, বাড়িঘরে লুটপাট, দোকান ঘর লুটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগ ইত্যাদি অপকর্ম সংঘটিত করা হয়েছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতি ব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী এবং রাজ্যে শান্তি ও সম্প্রীতি ধ্বংসের সহায়ক।
উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ব্যবস্থা করার জন্য জমিয়েত ওলামায়ে হিন্দ রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে দাবি জানিয়েছে।