আগরতলা, ৩১ আগস্ট : ৭-৮ সেপ্টেম্বর জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পর্যটনমন্ত্রী জানিয়েছিলেন, বৈঠে রাজ্যের এসপিপদের বেতন বৃদ্ধি করা হল। এখন থেকে এসপিও- দের বেতন বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। তাতে রাজ্য সরকারের ২ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ টাকা ব্যয় হবে।
এদিন তিনি আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নতুন ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি, পর্যটন দপ্তরে অধীনে বিভিন্ন পদে ৫১ জন নিয়োগ করা হবে। এজন্য অর্থ দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান।শ্রী চৌধুরী জানিয়েছেন, রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ হাজার কোটি টাকা।
এদিন তিনি আরও বলেন, আগরতলা পুর নিগম ও রাজ্যের বাকি পুর পরিষদ এলাকাগুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। কমপক্ষে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা করে বেতন প্রদান করতে হবে।

